জানুয়ারির প্রথম সপ্তাহে মেরুঝড়ের প্রকোপ শেষ হতে না হতেই নতুন ঝড়ের খবর দিলেন বিজ্ঞানীরা। সূর্য থেকে বিশাল এক চৌম্বকীয় শকওয়েভ ধেয়ে আসছে পৃথিবীর দিকে, যাকে বিজ্ঞানীরা বলছেন করোনাল ম্যাস ইজেকশন বা সিএমই।

যাবতীয় ঘটনার কারিগরি ব্যাখ্যা দেওয়া পোর্টাল ‘হাও স্টাফ ওয়ার্কস’ ওয়েবসাইটে সিএমই সম্পর্কে বলা হয়েছে, সূর্যপৃষ্ঠে চৌম্বকীয় ক্ষেত্রের অস্থিতিশীলতা বেড়ে গেলে সূর্যপৃষ্ঠের কোনো অংশ যখন দ্রুত প্রসারিত হয়, তখন সূর্য থেকে অগুনতি কণা নিক্ষেপ ঘটে বাইরের দিকে, যার ফলে তৈরি হয় চৌম্বকীয় শকওয়েভ।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্য থেকে চৌম্বকীয় ঝড় ছড়িয়ে পড়েছে বাইরের দিকে, সেই ঝড়ের ঢেউ পেরিয়ে যাবে আমাদের পৃথিবীকে।

যদি এ শকওয়েভ আছড়ে পরে পৃথিবীতে তবে তার প্রভাবে পৃথিবীর ম্যাগনেটিক চৌম্বক ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে। তবে আশার কথা এতে প্রাণিকুলের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

সম্ভ্যাব্য ঝুঁকির তালিকায় বলা হয়েছে, চলতি সপ্তাহে যদি মহাকাশে কোনো নভোযান পাঠানোর চিন্তা থাকে, নিঃসন্দেহে তা বাতিল করতে হবে। পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থায় কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এয়ারলাইনসের যাত্রাপথ খানিকটা পাল্টে নিতে হতে পারে।