বাংলাদেশে প্রথম CIH Computer Virus আবিস্কারক হলেন ইমরান মুহাম্মদ মাহমুদুল হক ( Imran Muhammad Mahmudul Haque) । তিনি এই ভাইরাসটি ১৯৯৯ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আবিস্কার করেন। তাকে  এ বিষয়ে তথ্য দেয়ে সাহায্য করেন তার জার্মান বন্ধু  Mr. Alfred । তিনিই ইমরান মুহাম্মদ মাহমুদুল হক কে প্রথম McAfee Antivirus সফট ওয়্যারটি জার্মান থেকে এনে দেন।

CIH Virus কতোটুকু ভয়ংক ছিল, তা সম্পর্কে প্রথম জ্ঞান বাংলাদেশিদের ইমরান মুহাম্মদ মাহমুদুল হকই দৈনিক ইত্তেফাক এর মাধমে তুলে ধরেন। এই ভাইরাসটি ৩১সে ডিসেম্বর ১৯৯৯ সালে সকল কম্পিউটার এর ইনফর্মেশন মুছে ফেলার কথা ছিল। ইমরান মুহাম্মদ মাহমুদুল হক পত্রিকার খবর এর মাধ্যমএ এই তথ্যটি প্রথম প্রকাশ করেন।

ইমরান মুহাম্মদ মাহমুদুল হক একজন বাংলাদেশি ছেলে যিনি উত্তরা, ঢাকাতে বসবাস করেন। বাংলাদেশের কম্পিউটার জগতে ইমরান মুহাম্মদ মাহমুদুল হকের অনেক অবদান রয়েছে। তিনি একজন কম্পিউটার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (computer network engineer) ও বটে। তিনি প্রথম ২০০৩ সালে উত্তরা, ঢাকা, বাংলাদেশ এ ব্রডব্যান্ড ইন্টারনেট বেবস্থাটি নিয়ে আসেন। উত্তরা, ঢাকা, বাংলাদেশের একজন পরিচিত কম্পিউটার অভিজ্ঞ মুখ হল ইমরান মুহাম্মদ মাহমুদুল হক। তিনি বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রভাইডারকে সাহায্য সহযোগিতা করে থাকেন।

এই পোস্টের রেফারেন্স লিঙ্কঃ

https://en.wikipedia.org/wiki/CIH_(computer_virus)