তারকাদের নিয়ে অপপ্রচার নতুন কিছু নয়। এবার সে অপপ্রচারের শিকার হলেন হালের জনপ্রিয় টিভি তারকা তিশা। গত কয়েকদিন ধরেই পরিকল্পিতভাবে তার নামে ফেসবুকে অপপ্রচার ছড়াচ্ছে একটি মহল। ফেসবুকে কুরুচিপূর্ন পেজ খুলে তা দিয়েই প্রচার করা হচ্ছে তার নামে নানা অশ্লীল তথ্য।নাম প্রকাশ অযোগ্য একটি ফেসবুক পেজ থেকে প্রচার করা হচ্ছে, এবার বের হয়েছে তিশার সেক্স স্ক্যান্ডাল। আর তার সঙ্গে নাকি যে পুরুষটিকে দেখা যাচ্ছে তিনি নাট্য নির্মাতা শিহাব শাহীন। পেজটি থেকে এও বলা হচ্ছে, ভিডিওটিতে স্পষ্টভাবে তিশার চেহারা বোঝা যাচ্ছে।
এমনকি ভিডিওটি ডাউনলোডের জন্য একটি লিংকও দেওয়া হয়েছে। যদিও সে লিংকে গিয়ে কোন ভিডিও পাওয়া যায়নি। তারপরেও পেজটি থেকে ঘন্টায় ঘন্টায় এমন তথ্য প্রচার করা হচ্ছে। শুধু তাই নয়, ফেসবুকে এমন সব অশ্লীল পেজ খুলে প্রায়ই তারকাদের নামে স্ক্যান্ডাল ছড়ানো হচ্ছে। যার কোনটিরই কোন ভিত্তি নেই।
এ প্রসঙ্গে তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন তথ্য আমার কাছেও এসেছে। যারা এসব করছে তারা অসুস্থ মস্তিস্কের মানুষ।
তিশার একটি ঘনিষ্ট সুত্র জানিয়েছে, অনেকেই বলছেন তিশার SCANDAL বাজারে…
তাদের সবাইকে ছবিটি ভাল করে দেখার অনুরোধ করব… ভিডিওটিতে যে মেয়েটি ছিল তা আমাদের তিশা নন, শুধু শুধু দেশের একটি মেয়ের নামে এভাবে বদনাম করবেন না, যেখানে তার নিজের কোন দোষ নেই…তার বদনাম মানে আমাদের বদনাম..
– See more at: