রাজধানী ঢাকায় পানি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সুশাসন বিষয়ে শুরু হচ্ছে অ্যাপস উৎসব। পানি, দুর্যোগ, শিক্ষা, স্বাস্থ্য এবং সুশাসন বিষয়ের বিভিন্ন সমস্যার তথ্য প্রযুক্তি নির্ভর নতুন সমাধান উদ্ভাবনের জন্য আগামী ১৪-১৫ ফেব্রুয়ারি ঢাকায় আয়োজন করা হয়েছে ‘ওয়াটার হ্যাকাথন অ্যাপস’ শীর্ষক এই উৎসবের।

বিশ্ব ব্যাংকের ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রোগ্রাম (ডব্লিউএসপি), ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস-টু-ইনফরমেশন প্রোগ্রামের সহায়তায় বাংলাদেশে দ্বিতীয়বারের মতো এ উন্নয়ন বিষয়ক এ হ্যাকাথন অনুষ্ঠিত হবে।

এ আয়োজনের সহযোগিতায় রয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বিডি ভেঞ্চার, ইল্যান্স ও স্টার্টআপ ঢাকা।

উৎসবে নিবন্ধন করা যাবে www.hackathonbd.com ঠিকানায়। সর্বশেষ খবর পাওয়া যাবে ফেসবুকে www.facebook.com/AppFestbd পেজে।