মাহমুদুল্লাহ রিয়াদের অসাধারণ সাহসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দিলো বাংলাদেশ। আর এতে রোববার ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কার ১৫৯ রানের জবাবে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১৬০ রান করে। এক বল বাকি থাকতেই ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন মাহমুদুল্লাহ। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ অপরাজিত থাকলেন ৪৩ বলে। তিনি দুটি ছক্কা আর তিনটি চার মারেন তিনি।আর চারটি রান করতে পারলে টি-২০তে চতুর্থ বাংলাদেশী হিসেবে এক হাজার রানও হয়ে যেতো ম্যাচসেরা মাহমুদুল্লাহ রিয়াদের। শেষ ওভারের প্রথম দুই বল মোস্তাফিজুর রহমানের মাথার ওপর দিয়ে গেলেও আম্পয়াররা নো না দিলে উত্তেজিত হয়ে ওঠেন রিয়াদ। কিন্তু তারপরেও তিন বলে ১২ রান তুলে স্তব্ধ করে দেন মাঠভর্তি দর্শককে। এ আসরে দুটি টি-২০তেই শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ।
৬ বলে চাই ১২ রান ১৮তম ওভারের শেষ বলে আউট হযে গেলেন সাকিব। ৯ বলে ৭ রান করেন তিনি। সংশয়ে পড়ে গেল বাংলাদেশ। ১৩৭ রান ৬ উইকেটে।১৮ বলে চাই ২৯ ১৮ ওভার শেষে বাংলাদেশের রান ১৩১। অধিনায়ক সাকিব আর সহ অধিনায়ক মাহমুদুল্লাহ লড়ছেন। হঠাৎ চাপে বাংলাদেশ কাছাকাছি এসে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গেল বাংলাদেশ। প্রথমে মুশফিক। এরপর তামিম ও সৌম্য আউট। ১৪.৫ ওভারে বাংলাদেশ ১০৯/৫। ফিফটি করে আউট তামিম ঠিক ৫০ রান করেই আউট হয়ে গেলেন তামিম ইকবাল। ৪২ বল খেলেছিলেন তিনি। পঞ্চম ফিফটি করলেন তামিম। ১৪ ওভারে বাংলাদেশ ১০৫/৪। ৩৬ বলে চাই ৫৫ রান। বাংলাদেশের চার উইকেটের দুটিতে ক্যাচ নিয়েছেন থিসারা পেরেরা। আর একটি ক্যাচ ও স্টাম্পড করেন কুসাল পেরেরা। ২৮ রান করে আউট হয়ে গেলেন দুই খেলায় অপরাজিত থাকা মুশফিকুর রহীম। ১৩ ওভারে বাংলাদেশ ১০০/৩। ৪২ বলে চাই আর ৬০ রান।