সাইবার ক্রাইম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ে কর্মশালার উদ্বোধন করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজীর আহমেদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে এ কর্মশালার উদ্বোধন করেন তিনি।
ফেইসবুকে বাঁশের কেল্লা, নিউ বাঁশের কেল্লা পেইজ এর মতো সাইবার সন্ত্রাস প্রতিহত করতেও সবার প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার। তথ্য প্রযুক্তি আইনের আওতায় সাইবার অপরাধীকে পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা যাবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, এটি জামিন অযোগ্য অপরাধ এবং সর্বনিম্ন ৭ থেকে সর্বোচ্চ ১৪ বছরের কারাদন্ডের বিধান রয়েছে।