দক্ষিণ কোরিয় ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং প্রতিদ্বন্দ্বী অ্যাপলের পেটেন্ট করা ‘ওয়ার্ড রিকমেন্ডেশন টেকনোলজি’-র অপব্যবহার করেছে বলে রায় দিয়েছে মার্কিন আদালত। পেটেন্টে আইন ভঙ্গের ওই মামলায় অ্যাপলের পক্ষে রায় দেন মার্কিন বিচারক লুসি কোহ, এর আগেও এই দুই প্রযুক্তি জায়ান্টের মামলার বিচারক ছিলেন তিনি।

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপলের বিরুদ্ধে পেটেন্ট করা প্রযুক্তির অপব্যবহারের পাল্টা অভিযোগ আনলেও তা নাকচ করে দেন ওই বিচারক।

২০০৭ সালে স্টিভ জবস প্রথম আইফোন উন্মোচনের কয়েক মাস আগেই ‘অটো-ওয়ার্ড কমপ্লিট’ প্রযুক্তির পেটেন্টের জন্য আবেদন করেছিল অ্যাপল। পেটেন্ট আইন ভঙ্গের অভিযোগের বিপরীতে স্যামসাংয়ের দাবি ছিল অ্যাপলের ওই পেটেন্ট কেবল ‘ফিজিকাল কিবোর্ড’ আছে এমন স্মার্টফোন আর ট্যাবলেটের ক্ষেত্রেই প্রযোজ্য।

কিন্তু অ্যাপলের পেটেন্ট আবেদনে নির্দিষ্ট কোনো ডিভাইসের কথা উল্লেখ ছিল না বলে স্যামসাংয়ের দাবি প্রত্যাখ্যান করে মার্কিন আদালত।

আদালতের ‘রায় হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন স্যামসাংয়ের এক মুখপাত্র। তবে নিরবতা বজায় রাখছে অ্যাপল। আদালতের রায়ে মার্কিন বাজারে নিষেধাজ্ঞা জারি হতে পারে স্যামসাংয়ের নেক্সাস স্মার্টফোন এবং গ্যালাক্সি নোট ফ্যাবলেটের উপর।