স্মার্টফোনের বাজারে বর্তমানে সিংহভাগই দখল করে আছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। গুগলের তৈরি জনপ্রিয় এই মুক্ত অপারেটিং সিস্টেম বাজারে থাকা অ্যাপলের আওএস থেকে এগিয়ে আছে বলে দাবি করা হয়। পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে স্মার্টফোন দুনিয়ার বেশির ভাগই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের দখলে আর এর পরপরই রয়েছে অ্যাপলের আইফোন। তবে অ্যান্ড্রয়েড ফোন বেশিসংখ্যক ব্যবহারকারীর হাতের নাগালে এসেছে। এর অন্যতম কারণ একাধিক নির্মাতা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত স্মার্টফোন বাজারে ছাড়ছে। অন্যদিকে আইওএস শুধু অ্যাপলের আইফোনের জন্যই। তবে এতকিছুর পরও সম্প্রতি অ্যান্ড্রয়েডের চাহিদা কমে যাচ্ছে বলে জানা গেছে। এর অন্যতম কারণ অ্যান্ড্রয়েড-চালিত অনেক কম দামি স্মার্টফোন বাজারে এসেছে। এসব ফোনের যন্ত্রপাতিও তেমন উন্নত নয় বলে ব্যবহারকারী মুখ ফিরিয়ে নিচ্ছেন।
এ নিয়ে পরিচালিত গবেষণার তথ্য অনুযায়ী, ব্যবহারকারীরা প্রথম স্মার্টফোন কেনার ক্ষেত্রে অ্যান্ড্রয়েডকে প্রাধান্য দিচ্ছেন। এ হার ৬৫ শতাংশ। তবে আশঙ্কার কথা বলা হয়, পরেরবার স্মার্টফোন কেনার ক্ষেত্রে অ্যান্ড্রয়েড কেনার প্রবণতা কমে যাচ্ছে প্রায় ৪৯ শতাংশ। এর ফলে অ্যান্ড্রয়েডে হাতেখড়ি হলেও পরে অনেকেই আইফোনে চলে যাচ্ছেন। তাঁরা আর অ্যান্ড্রয়েডে ফিরে আসছেন না।
ব্যবহারকারীদের এ প্রবণতাকে ‘অ্যান্ড্রয়েড এনগেজমেন্ট প্যারাডক্স’ বলছেন গবেষকেরা। গবেষক দলের মুখপাত্র এ ব্যাপারে বলেন, অ্যান্ড্রয়েডের ব্যবহারকারী অনেক বেশি, তবে ব্যবহার-পরবর্তী অভিজ্ঞতা তেমন সুখকর নয় ব্যবহারকারীদের। এ কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবহারকারীরা আর ঝুঁকে পড়ছেন আইফোনের দিকে। —ইএনগ্যাজেট অবলম্বনে কাজী আলম